বৈধতা ছাড়া ঢাকা কলেজ হলে থাকতে পারবে না শিক্ষার্থীরা

  © ফাইল ছবি

ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। নির্দেশনায় আবাসিক হলে বৈধতা ছাড়া শিক্ষার্থীদের নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ্য করা হয়েছে।

সম্প্রতি কলেজ অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজের আবাসিক হলগুলোর প্রতি এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আলোকে ঢাকা কলেজ ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রদের জানানো যাচ্ছে যে-

১. যাদের বৈধ আবাসিকতা নেই তারা ছাত্রাবাস সমূহে অবস্থান করতে পারবে না।
২. কোনো অছাত্র ছাত্রাবাসে অবস্থান করবে না।
৩. যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে তারা ছাত্রাবাসে অবস্থান করতে পারবে না।
৪. বৈধ আবাসিক ছাত্রদের নাম, বিষয়, শিক্ষাবর্ষ ও শ্রেণি উল্লেখসহ বিভাগে তালিকাভুক্ত হতে হবে। তালিকাভুক্তির বাইরে কোনো ছাত্র ছাত্রাবাসে অবস্থান করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক সমস্যায় পড়লে কলেজ বা ছাত্রাবাস কর্তৃপক্ষ কোনো দায় বহন করবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অতীব গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য ঢাকা কলেজে সর্বমোট আটটি আবাসিক হল রয়েছে। যাতে প্রায় ছয় হাজার শিক্ষার্থীর বসবাস করছেন।


সর্বশেষ সংবাদ