কবি নজরুল কলেজ অ্যালামনাই গঠনে সভা শুক্রবার

  © টিডিসি ফটো

কবি নজরুল সরকারি কলেজ অ্যালামনাই এসোসিয়েশন গঠনের উদ্যোগ নিয়েছেন কলেজের সাবেক শিক্ষার্থীরা। এ উপলক্ষে আগামী শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ৯ টায় কলেজ প্রাঙ্গনে বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

গত শুক্রবার (১৮ অক্টোবর) অনুষ্ঠিত প্রস্তুতি কমিটির শেষ আনুষ্ঠানিক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জানা যায়, ২৫ অক্টোবরের সভা সফল করতে কাজ করছে প্রস্তুতি কমিটি। এ কমিটিতে অংশ নিয়েছেন ১২ টি ব্যাচের ৩০ জন প্রতিনিধি। আহ্বায়ক কমিটি গঠনের জন্য ৯ সদস্যের বিষয় নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন-কবি নজরুল কলেজের প্রাক্তন ছাত্র হামিদুর রহমান ইকবাল (৮৪-৮৫), রহমান মুস্তাফিজ (৮৭-৮৮), বিকাশ সাহা (৮৭-৮৮), জাকির হোসেন (৮৭-৮৮) মো. আফতাবউদ্দীন রাসেল (৯০-৯১), আশরাফউদ্দীন আহমেদ রুবেল (৯১-৯২), মো. বোরহান উদ্দিন রিফাত (৯১-৯২), কে এম ফারুক হোসেন মুন্না (৯৫-৯৬) ও মুন্সী নজরুল ইসলাম (৯৭-৯৮)।

তবে বিষয় নির্বাচনী কমিটির সভা হবে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়।

এসোসিয়েশনের নিবন্ধনের জন্য ১০০ টাকা নিবন্ধন ফি ধরা হয়েছে। যা ২২ নভেম্বরের মধ্যে অর্থ সংগ্রহ ও আয় ব্যয়ের হিসাব রক্ষক বিকাশ সাহার কাছে জমা দিতে হবে। মোবাইলে বিকাশের মাধ্যমেও টাকা জমা দেয়া যাবে। এছাড়াও শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১০ টা পর্যন্ত নিবন্ধন চলবে।

বিশেষ সাধারণ সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজর অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার। এছাড়াও থাকবেন প্রশাসনে কর্মরত কলেজের সাবেক শিক্ষার্থীরা। আলোচক হিসেবে থাকবেন, কলেজ অধ্যক্ষ, সভায় উপস্থিত সবচেয়ে সিনিয়র শিক্ষার্থী ও জুনিয়র শিক্ষার্থী এবং ৮৭-৮৮ ব্যাচের রহমান মুস্তাফিজ।

উক্ত সভায় সভাপতিত্ব করবেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হামিদুর রহমান ইকবাল এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব আশরাফ উদ্দিন রুবেল।


সর্বশেষ সংবাদ