১৮ অক্টোবর ২০১৯, ২২:৩৫

বেরোবিতে শেখ রাসেল ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠার দাবি

  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে শেখ রাসেল ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন বেরোবি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাব।

শুক্রবার বেলা ৩ টায় লোক প্রশাসন বিভাগের ভার্চুয়াল ক্লাস রুমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষকবৃন্দ এ দাবি জানান।

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ক্লাবের সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মুহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহের।

এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুব, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবিএম নুরুল্লাহ, রসায়ন বিভাগের প্রভাষক মুস্তফা কাইয়ুম শারাফাত, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিষ্পাপ শিশু শেখ রাসেলকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করার মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রজন্ম শেষ করতে চেয়েছিল কিন্তু ঘাতকদের স্বপ্ন পূর্ণ হয়নি। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ। এসময় শিক্ষকবৃন্দ শেখ রাসেলের স্মৃতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘শেখ রাসেল ল্যাবরেটরি স্কুল’ প্রতিষ্ঠার জোর দাবি জানান।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।