১৩ অক্টোবর ২০১৯, ১৭:৪৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত

  © টিডিসি ফটো

অনিবার্য কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে নতুন করে সম্ভাব্য ভর্তি পরীক্ষা পরবর্তী তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

রবিবার (১১ অক্টোরব) বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে ভূতত্ত্ব ও খনিবিদ‍্যা বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া বলেন, আজ ভর্তি পরীক্ষার বিভিন্ন আহ্বায়ক কমিটি, কোর কমিটি ও সকল বিভাগের চেয়ারম্যানদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ভর্তি পরীক্ষার পরবর্তী সম্ভাব্য তারিখ এখনও ঠিক হয় নি বলে জানান তিনি।

উল্লেখ্য, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, প্রো-উপাচার্য, ট্রেজারার , রেজিস্ট্রার ও পরীক্ষা নিয়ন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলো শূন্য রয়েছে। এই প্রশাসনিক পদগুলো শূন্য থাকায় ভর্তি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।