ববি আইটি সোসাইটির সভাপতি উবায়দা, সম্পাদক রাব্বী
বরিশাল বিশ্ববিদ্যালয় ( ববি) আইটি সোসাইটি এর ৩য় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে । আইটি সোসাইটির স্বেচ্ছাসেবক ও সাবেক কমিটি সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী আবু উবায়দা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফিন্যান্স এ্যন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোঃ ফজলে রাব্বী।
বুধবার (০২ সেপ্টম্বর) সকাল ১১ টায় সোসাইটির নির্বাচন কমিশনের অধীনে কার্যনির্বাহী কমিটি নির্বাচন ২০১৯ ইং অনুষ্ঠিত হয় এবং দুপুর ২ টায় নির্বাচন শেষ হয়।
সোসাইটির স্বেচ্ছাসেবক ও সদ্য সাবেক কমিটির সদস্যবৃন্দ ব্যাপক উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন এবং বিকাল ৪ টা পর্যন্ত ভোট গননার কার্যক্রম চলে। বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটি ( BUITS ) এর প্রধান উপদেষ্টা রাহাত হোসেন ফয়সাল (সহকারী অধ্যাপক, সি এস ই বিভাগ), সদ্য সাবেক কমিটির আহ্বায়ক তাওহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক শোয়েব আহমেদ এর অনুমোদন স্বাক্ষরের মাধ্যমে নব্য কমিটির আনুষ্ঠানিকতা ঘোষিত হয়।
এতে সহ-সভাপতি পদে মো: তানভির রহমান , যুগ্মসাধারণ সম্পাদক পদে আবু রিফাত মুহাম্মদ , অর্থ সম্পাদক পদে মাহমুদুল ইসলাম তপু, মানব সম্পদ বিষয়ক সম্পাদক পদে ফাহমিদা আহমেদ মিম , অনুষ্ঠান আয়োজন বিষয়ক সম্পাদক পদে রেদোয়ান সরকার , জন সংযোগ বিষয়ক সম্পাদক জালাল উদ্দীন রুমি পদে এবং গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে মিনহাজুল ইসলাম নির্বাচিত হন।
সদ্য নির্বাচিত কমিটির সভাপতি আবু উবায়দা বলেন, “ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিটি ব্যক্তিকে টেকনোলজি সম্পর্কে ন্যূনতম ধারণা রাখতে হয়, সেই লক্ষ্যে বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটি জন্মলগ্ন থেকে শিক্ষার্থীদেরকে একাডেমিক পড়াশুনার পাশাপাশি প্রযুক্তিজ্ঞানে উদ্বুদ্ধ করে চলেছে। প্রথমবারের মত ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত বরিশাল ইউনিভার্সিটি আইটি সোসাইটির তৃতীয় কমিটির সকলে সোসাইটির কার্যক্রম আরো বেগবান করায় সচেষ্ট থাকবে।”
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ইনফরমেশন টেকনোলজি ভিত্তিক বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, প্রতিযোগিতা ও কোর্স করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে।