শিক্ষার্থীদের সিট নিশ্চিতে চবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি
শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের নিকট স্মারকলিপি দিয়েছে চবি শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দুপুরে উপাচার্যের অফিসকক্ষে এই স্মারকলিপি প্রদান করেন ছাত্রলীগ নেতারা।
স্মারকলিপিতে দুইটি দাবি তুলেন তারা। সেগুলো হলো- কোনো সুনির্দিষ্ট হল নয়, বরং সকল হলের সিট অবৈধ দখলমুক্ত করে এলটমেন্টের ভিত্তিতে শত ভাগ বৈধতা নিশ্চিত করা এবং আবাসন সংকট নিরসনকল্পে নির্মিতব্য শেখ হাসিনা হল, শেখ ফজিলাতুন্নেছা হল, বঙ্গবন্ধু হল ও অতিশ দীপঙ্কর হলের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা।
এসময় ছাত্রলীগ নেতা রকিবুল হাসান দিনার, আমির সোহেল, প্রদীপ চক্রবর্তী দূর্জয়, ইমাম উদ্দিন ফয়সাল, মোহাম্মদ পারভেজ, আবু বক্কর তোহা, রোমেল হোসেন, মইনুল ইসলাম রাসেল, অনুপম রুদ্র, মোঃ সুমন খান, মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয় বলেন, সাধারণ শিক্ষার্থীরা তাদের বৈধ সীট ফিরে পেতে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছি। যেখানেই অবৈধভাবে দখলকারীরা আছে। তাদেরকে অপসারণ করা হোক। এবং সকল হলে প্রশাসনের সুষ্ঠু নজরদারি প্রত্যাশা করছি আমরা।