০৩ অক্টোবর ২০১৯, ১২:২২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পূজার ছুটি শুরু রোববার

  © ফাইল ফটো

আগামী রোববার থেকে দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) পাঁচ দিনের ছুটি শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের।

জানা যায়, দূর্গাপূজা উপলক্ষে ৬ অক্টোবর (রবিবার) থেকে ১০ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৪ ও ৫ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ছূটি শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকেই।

আর ১১ এবং ১২ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ১৩ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা থাকবে বলে জানা গেছে।