০২ অক্টোবর ২০১৯, ১৭:৪২

বেরোবিতে শিক্ষার্থীদের জন্য নতুন বাসের উদ্বোধন

  © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরের শিক্ষার্থীদের জন্য নতুন আরো একটি বাসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে বাসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) মো. আতিউর রহমান, ক্যাফেটেরিয়ার পরিচালক মো. মাসুদ রানা, বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক মো. আব্দুল্লাহ্-আল-মাহবুব, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. মাসুদ-উল-হাসান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো. ছদরুল ইসলাম সরকার, সহকারী প্রক্টর প্রদীপ কুমার সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট মো. রাকিবুল হাফিজ খাঁন রাকিব, সোহাগ আলী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সহকারী প্রভোস্ট আরিফা সুলতানা, মোছা. রাজিয়া সুলতানা, মোছা. নিশরাত জামান, জেসমিন নাহার ঝুমুর, ফারজানা জান্নাত তসি, মার্জিয়া সুলতানা, শহীদ মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট মো. শামীম হোসেন, পিএস টু ভিসি (উপ-রেজিস্ট্রার, একাডেমিক) মো. আমিনুর রহমান, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর প্রসন্নজিৎ সরকার, পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার এ. টি. এম শহীদুল ইসলাম, মো. আতিকুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মো. ফায়সাল-ই-আলম, জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, পিএ টু ভিসি মো. আবুল কালাম আজাদ, রেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি আবু মোন্নাফ আল কিবরিয়া তুষারসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় পরিবহন পুলে নতুন সংযোজিত শিক্ষার্থীদের বাসটি এখন থেকে নিয়মিত রুটে চলাচল করছে।