ছাত্রলীগের দাবিতে সান্ধ্যকালীন বাস বাড়াল কুবি
সন্ধ্যায় শহর থেকে বাসে করে ক্যাম্পাসে আসার সময় শিক্ষার্থীদের অসহনীয় ভোগান্তি দূর করতে সান্ধ্যকালীন বাস বাড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দাবির প্রেক্ষিতে বুধবার বাস বৃদ্ধির এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা যায়, রাতে শহর থেকে ক্যাম্পাসে মাত্র ৩টি বাস আসে। শিক্ষার্থীদের তুলনায় বাস অপ্রতুল হওয়ায় গাদাগাদি করে আসা-যাওয়া করতে হয়। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে গত রবিবার ১৫ দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এরই প্রেক্ষিতে শহর থেকে ক্যাম্পাসে সান্ধ্যকালীন আরও দুইটি বাস বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরিবহণ পুল সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে সাতটায় কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ১টি, রাত আটটায় কান্দিরপাড় থেকে ক্যাম্পাস ১টি ও টমছমব্রীজ থেকে পদুয়া বাজার হয়ে ১টি এবং সাড়ে আটটায় কান্দিরপাড় থেকে আরও ২টি বাস ক্যাম্পাসে আসবে।
সংগঠনটির শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ জানান, আমরা যে ১৫ দফা দাবি দিয়েছি তার মাঝে সান্ধ্যকালীন বাস বাড়িয়েছে প্রশাসন। এছাড়া হলগুলোর খাবারে ভর্তুকির বিষয়ে কথা হচ্ছে। আশা করছি বাকীগুলোও বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধান করবে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ জুয়েল বলেন, ‘আজ সকালে রেজিস্ট্রার স্যার ভিসি স্যারের নির্দেশে বাস বাড়ানোর কথা বলেছেন। আজ থেকেই বাস শিডিউল কার্যকর হবে। আমাদের বাস যেহেতু ৫টি তাই টেকনিক্যাল কোন জটিলতা তৈরি হলে সেক্ষেত্রে বাস রিপ্লেস করার কোন সুযোগ নেই।