ইবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৭ শিক্ষার্থী
- এ আর রাশেদ, ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯, ০৪:০৫ PM , আপডেট: ০২ অক্টোবর ২০১৯, ০৪:০৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাত ১২টায় এ আবেদন শেষ হয়।
এ বছর বিশ্ববিদ্যালয়ের মোট ২ হাজার ৩০৫টি আসনের বিপরীতে ৬১ হাজার ৯৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। সে হিসেব অনুযায়ী প্রতি আসনের বিপরীতে ২৭ শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবেন।
বুধবার (২ অক্টোর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চত করেন।
তিনি জানান, এ বছর আটটি অনুষদের অধীন মোট চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী, ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ২২৩টি। এই ইউনিটে প্রতি আসনে প্রতিদ্ব›দ্বী ৯ জন।
‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৭ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ২৫ জন। ‘সি’ ইউনিটে ৪৫০টি আসেন বিপরীতে আবেদন করেছে ৮ হাজার ৯৩০ জন ভর্তি”ছু। এই ইউনিটে আসন প্রতি প্রতিদ্ব›দ্বী ১৯ জন।
এছাড়া ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে মোট ২৩ হাজার ১৫২টি। সে হিসেব অনুযায়ী প্রতি আসনের বিপরীতে অংশ নিবেন ৪২ জন শিক্ষার্থী।
আবেদন প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম (ভর্তি পরীক্ষার প্রবেশপত্র উত্তোলন) শুরু হবে আগামী ১৬ থেকে অক্টোবর থেকে। যা চলবে আগামী ২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। এছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ৮ নভেম্বর।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িরঁ.ধপ.নফ থেকে জানা যাবে।