উদ্যোক্তা তৈরির প্রয়াসে চবিতে ‘হাল্ট প্রাইজ’ এর কর্মশালা

০১ অক্টোবর ২০১৯, ০৭:০৮ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যোক্তা তৈরি এবং তাদের নিয়ে কাজ করার প্রয়াসে আন্তর্জাতিক সংগঠন ‘হাল্ট প্রাইজ’ একটি মৌলিক কর্মশালার আয়োজন করেছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে হাল্ট প্রাইজের প্রতিযোগীদের মধ্যে সংগঠনের কার্যক্রম সম্পর্কে মৌলিক ধারণা এবং দিক নির্দেশনা দিতে এর আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

হাল্ট প্রাইজ ২০১৮ সাল থেকে চবিতে কাজ শুরু করে। গত মাসের ১১ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সেশনের ৫১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করে। গত ২৩ সেপ্টেম্বর একটি ওরিয়েন্টেশনের মাধ্যমে ২০১৯-২০ সেশনের কাজ শুরু করেন তারা।

হাল্ট প্রাইজের চবি ক্যাম্পাস ডিরেক্টর এবং চিফ অর্গানাইজার আব্দুল্লাহ আল মাহমুদ তাইসির কর্মশালার শুরুতেই হাল্ট প্রাইজ সম্পর্কে একটি মৌলিক সেশন নেন। এতে হাল্ট প্রাইজ কী করে, কাদের নিয়ে কাজ করে, যাবতীয় তথ্য তুলে ধরেন।

কর্মশালায় ট্রেইনার হিসেবে সেশন নেন নেসলে বাংলাদেশ লিমিটেডের টেরিটোরি অফিসার মো. আসিফ সিদ্দীকী। তিনি বলেন, একটি প্রতিযোগিতায় জয়ের জন্য অন্যতম কৌশল হলো ভালো উপস্থাপনা। একজন ভালো প্রতিযোগী অনেক সময় শুধু ভালো উপস্থাপন কৌশল না জানাতে পিছিয়ে পড়েন।

তিনি আরও বলেন, যখন আমরা কোন ব্যবসায় আইডিয়া নিয়ে চিন্তা করব তখন এটার শুরু থেকে শেষ পর্যন্ত চিন্তা করে নিতে হবে। কিভাবে পণ্যটি একজন কৃষক থেকে খাবারের টেবিল পর্যন্ত পৌঁছাবে এর একটি পরিপূর্ণ পরিকল্পনা থাকতে হবে।

হাল্ট প্রাইজের প্রতিোগীদের উদ্দেশ্য করে বলেন, যারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের শুধু মুনাফা অর্জনের আইডিয়া থাকলে হবে না। বরং এমন কিছু আইডিয়া থাকতে হবে যা সমাজে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। এসময় তিনি ব্যবসা সম্পর্কে বিভিন্ন ‘স্লাইড’ ও ‘শর্ট ভিডিও’ প্রদর্শন করেন।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬