আন্দোলনের মুখে ইবির হল বন্ধের সিদ্ধান্ত বাতিল
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শারদীয় দূর্গাপূজার ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ বন্ধের ঘোষণা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চত করেন ।
এ বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরী সভায় আগামী ৩ থেকে ১০ অক্টোবর আবাসিক হলসমূহ বন্ধের ঘোষণা বাতিল করা হয়েছে। একইসাথে আগামী ৫ অক্টোবর বিভিন্ন বিভাগের পূর্বনিধারিত পরীক্ষার স্থগীতাদেশও বাতিল করা হয়েছে। কোন বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে।
এর আগে গতকাল সোমবার দূর্গাপূজা উপলক্ষে ৫ থেকে ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বল্পমেয়াদী এই ছুটিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হল বন্ধের সিদ্ধান্তে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
এরপর গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে মঙ্গলবার সকাল ১১টার মধ্যে হল বন্ধের সিদ্ধান্ত বাতিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দেন তারা। পরে রাত ১০টার দিকে দেশরত্ন শেখ হাসিনা হলের শিক্ষার্থীরও হলের সামনে বিক্ষোভ করেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি, দূর্গাপূজা উপলক্ষে চারদিন ও উপাচার্যের প্রশাসনিক ক্ষমতা বলে অতিরিক্ত একদিনের ছুটি বাড়ানোয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ৩ থেকে ১১ অক্টোর ছুটি ঘোষণা করা হয়। ছুটি উপলক্ষে আগামী ৫ তারিখ বিভিন্ন বিভাগের পূর্বনির্ধারিত কোর্স ফাইনাল পরীক্ষার থাকলেও তা স্থগিত করা হয়।