০১ অক্টোবর ২০১৯, ১০:৫৮

ধূমপায়ীদের ভর্তি করবে না ববি, শিগগিরই সিদ্ধান্ত

  © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০১৯-২০ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় তিনটি ইউনিটে রেকর্ড সংখ্যক ৪৯ হাজার ৯৫৬টি আবেদন জমা পড়েছে। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৫ জন। এবার বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির ক্ষেত্রে ধূমপায়ীদের ক্ষেত্রে কঠোর হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও মাদকবিরোধী কমিটির আহবায়ক সুব্রত কুমার দাস বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অধূমপায়ীদের অগ্রাধিকার দেওয়ার কথা চলছে। বিষয়টি নিয়ে কেন্দীয় ভর্তি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

বিশ্ববিদ্যালয়ে রুটিন দায়িত্বে থাকা উপাচার্য ও রেজিস্ট্রারঅধ্যাপক এ কে এম মাহবুব হাসান জানান, অধূমপায়ীদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। তবে এখনো সে প্রক্রিয়া শুরু হয়নি।

গত ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এস এম ইমামুল হক ঘোষণা দেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের জন্য ডোপ টেস্টের ব্যবস্থা থাকবে। তবে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় আন্দোলনের মুখে গত ২৬ মে তিনি বিদায় নেন। ফলে সিদ্ধান্তটি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এর আগে গত  বছর প্রতি আসনের জন্য ২৪ জন লড়াই করেন। শিক্ষা পরিবেশে আস্থা বাড়ায় ভর্তির জন্য আবেদন বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, আগামী ১৮ ও ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এজন্য গত ১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

সে অনুযায়ী ‘ক’ ইউনিটে ২০ হাজার ৫৬৭টি, ‘খ’ ইউনিটে ১০ হাজার ১০৬টি ও ‘গ’ ইউনিটে ছয় হাজার ১২টি আবেদন জমা পড়েছে।  বিভাগ পরিবর্তনের জন্য ১৩ হাজার ২৭১ জন আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়টিতে আসন অনুযায়ী ‘ক’ ইউনিটে ৫৮০জন, ‘খ’ ইউনিটে ৫৬০জন ও ‘গ’ ইউনিটে ৩০০জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।