বশেমুরবিপ্রবি
অফিস আদেশ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষার্থীরা
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৬ PM , আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৮ PM
উপাচার্যের পদত্যাগপত্র জমা দেওয়ার খবরে দারুণ উচ্ছ্বসিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসে নেচে-গেয়ে শিক্ষার্থীদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে লিখিত আদেশ না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, ‘বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি- উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকট পদত্যাগপত্র দিয়েছেন। তবে আমাদের আচার্য রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করেছেন এমন কোনো অফিশিয়াল ঘোষণা আমরা পাইনি। উপাচার্য পদত্যাগ করায় আমরা আনন্দিত। কিন্তু অফিশিয়াল ঘোষণা পাওয়ার আগ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।’
অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে টানা ১২ দিন ধরে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে অফিশিয়াল ঘোষণা আসার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য। পরে তা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করা হয়।
সন্ধ্যায় সাংবাদিকদের কাছে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগ পত্র পাওয়ার কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, উপাচার্যের পদত্যাগপত্র আমরা পেয়েছি। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটির একটি প্রতিবেদন জমা দেয়া হয়েছে। এ নিয়ে আলোচনা শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।