বিকেলে সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ডেকেছেন শিক্ষামন্ত্রী

  © ফাইল ফটো

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান অস্থিরতার মধ্যেই সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। আজ সোমবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের শিক্ষকদেরকেও ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিদের আগে দুপুরে তাদের সঙ্গে আলোচনা করবেন শিক্ষামন্ত্রী।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের মাধ্যমে মূলত ভিসিদেরকে ডাকা হয়েছে।

সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালা নিয়ে সভায় আলোচনা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোয় চলমান অস্থিরতা নিয়েও সভায় আলোচনা করা হবে। সেখানে ভিসিদেরকে নানান দিক নির্দেশনা দেবেন শিক্ষামন্ত্রী।


সর্বশেষ সংবাদ