১৭ দিনের মাথায় বেরোবি হল প্রভোস্টের পদত্যাগ
- সৌম্য সরকার, বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৩ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৪:০৩ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (ড. তুহিন ওয়াদুদ) পদত্যাগ করেছেন। প্রভোস্ট হিসেবে যোগদানের ১৭ দিনে বুধবার দুপুরে তিনি এই পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্র জমা দেয়ার ব্যাপারটি নিশ্চিত করে ড. তুহিন ওয়াদুদ বলেন, "একান্ত ব্যক্তিগত সমস্যার কারণে আমি প্রভোস্টের পদ থেকে পদত্যাগ করেছি"।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নির্দেশে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল এক অফিস আদেশে এ নিয়োগ প্রদান করেন।