২৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:০১

বশেমুরবিপ্রবির পরিস্থিতি জানতে গোপালগঞ্জে ইউজিসির তদন্ত দল

  © ফাইল ফটো

বঙ্গবন্ধু মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ বুধবার গোপালগঞ্জে গেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তদন্ত দল।

গত ১১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও সাংবাদিক ফাতেমা-তুজ-জিনিয়াকে সময়িক বহিষ্কার করার পর তীব্র সমালোচনার মুখে সেই আদেশ প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে১৯ সেপ্টেম্বর থেকে ভিসি প্রফেসর খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

আন্দোলন ঠেকাতে গত শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন ভিসি। প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে বহিরাগত একদল হামলা চালায় শিক্ষার্থীদের উপর। হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. হুমায়ুন কবীর সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেন।

আজ বুধবার সকালে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর মো. নূরউদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, ইউজিসি গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল ঘটনা গোপালগঞ্জ আসছে।

এদিকে মঙ্গলবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে ভিসির প্রচারিত ‘অশোভন’ বক্তব্য শিক্ষার্থীদের ক্ষোভ আরও উসকে দিয়েছে। তারা ভিসির পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল করার পরিকল্পনা নিয়েছেন।

আন্দোলনের খবর প্রচার না করলে ‘দুই ঘণ্টায় সবকিছুর সমাধান হয়ে যাবে’ মন্তব্য করে ভিসি নাসিরউদ্দিন বলেন, শিক্ষার্থীরা আন্দোলনের নামে রাতভর অপকর্ম করে বেড়াচ্ছে, ক্যাম্পাসে অছাত্র এসে রাত কাটাচ্ছে।

পরে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত গণিত বিভাগের শিক্ষার্থী মো. আল গালিব বলেন, ছাত্রীদের নিয়ে ভিসির অশোভন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর আগেই ঝাড়ু মিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি।