২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩১

নিউজ কাভার কইরেন না, ৫ মিনিটে সমাধান

খোন্দকার নাসির উদ্দিন  © টিডিসি ফটো

চলমান শিক্ষার্থীদের আন্দোলনে কর্মরত সাংবাদিকরা নিউজ কাভার না দিলে উদ্ভূত পরিস্থিতির সমাধান ৫ মিনিটে দেবেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খোন্দকার নাসির উদ্দিন। মঙ্গলবার বেসরকারি টেলিভিশন যমুনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

এসময় উপাচার্য বলেন, আমি সাংবাদিকদের ভাইদের বললাম, আপনারা আমার সাথে বসেন। সমাধান ৫ মিনিটে। আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কিন্তু আপনারা আমাদের কথাগুলো লিখছেন না। আপনারা তাদেরকে (আন্দোলনরত) ডিরেকশন দিচ্ছেন। তাদের বক্তব্য লিখে দিচ্ছেন। বলে দিচ্ছেন, এভাবে দাঁড়াও, এভাবে নাচ। এটা তো ঠিক না। হোয়াট ইস দিস?

তিনি আরও বলেন, ভিসি অপসারণের জন্য আপনারা দাবি দিতে পারেন, মানববন্ধন করতে পারেন। কিন্তু আড়াই কোটি টাকার ভুল তথ্য পেপারে দিয়ে ভিসি তাড়াতে হবে। এটা তো ঠিক না। আমি একজন ভাইস চ্যান্সেলর চলে গেলে সমস্যা নেই, চলে যাব। কিন্তু এমন করলে তো ৪২ ভাইস চ্যান্সেলরের একজনকেও রাখা যাবে না। তিন মাস পর পর নতুন ভিসি নিয়োগ দিতে হবে।

খোন্দকার নাসির উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের কন্ট্রোল নেই, সব ছেলে-মেয়ারা নিয়ে নিছে। আমাদের দু’জন অফিস যাচ্ছিল, তাদেরকেও ‘রাজাকার’ ‘রাজাকার’ বলে গালিগালাজ দিয়েছে; অথচ তারা বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি ছিল। আরেক অফিসার ফাইল আনতে গেলে তার সাথেও দুর্ব্যবহার করা হয়েছে।