২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:০৬

ভিসির অশালীন বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল ছাত্রীদের

‘আন্দোলনরত শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে থেকে অশালীন কর্মকান্ড করছে’— গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের এমন বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।

শিক্ষার্থী বলেন, ‘একজনের উপাচার্যের কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনো মতেই কাম্য নয়। তার প্রতি আহ্বান রইলো তিনি যেনো নিজে এসে দেখে যান আমরা রাতে কি করি।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনের নামে শিক্ষার্থীরা অশালীন কাজে জড়িয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন স্বয়ং উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। এছাড়া আন্দোলন হওয়ার পেছনে সাংবাদিকদেরও দায়ী করেছেন উপাচার্য। তিনি বলেছেন, সাংবাদিকরা বলে দিচ্ছেন, এভাবে দাঁড়াও, ওভাবে নাচ। সংবাদ কাভার (সংবাদ) বন্ধ রাখেন, দুই ঘন্টায় সমাধান হয়ে যাবে।

আজ মঙ্গলবার বেসরকারি টেলিভিশন যমুনাকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন উপাচার্য। এদিকে দুর্নীতি, অনিয়ম, নারী কেলেংকারী, বাক স্বাধীনতা হরণের অভিযোগে উপাচার্যের পদত্যাগ সহ ১৪ দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। 

উপাচার্য বলেন, আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের বের করতে দেবেন না, অথচ দেখেন তারা রাস্তায় রাস্তায়, ঝোপে-ঝাড়ে অশালীন কাজ করে বেড়াচ্ছে এবং সারারাত থাকছে। এবং তাদের ইনভাইটেড গেস্ট, অছাত্ররাও এসে রাত কাটাচ্ছে। হোয়াট ইস দিস?