নাটক-আবৃত্তি-স্লোগানে ভিন্নধর্মী প্রতিবাদ খুবি শিক্ষার্থীদের
- শরিফুল ইসলাম, খুবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৩ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:২৩ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। বেলা একটায় ক্যাম্পাসের হাদী চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পাঁচশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।
মানববন্ধনে খুবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাগরণ’ নামে একটি পথনাটক এবং কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। মানববন্ধনে খুবির বিভিন্ন ডিসিপ্লিনের (বিভাগ) শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা পুরো জাতির জন্য লজ্জাজনক। যারা এ ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
অন্যথায় সারা দেশের ছাত্রসমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। বক্তারা এ হামলার জন্য বশেমুরবিপ্রবি উপাচার্যকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন।