২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:২৬
বশেমুরবিপ্রবিতে পানি ও খাবার সরবরাহ বন্ধ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করতে খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বন্ধ করে দেয়া হয়েছে আশেপাশের দোকানগুলোও। এমতাবস্তায় বেশ কয়েকজন শিক্ষার্থী পানি সংকটে অসুস্থ হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের সাথে কতা বলে জানা যায় সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে লিপুজ ক্যান্টিনসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সকল দোকান বন্ধ করে দেয়। তারা পানি ও খাদ্য ক্রয়ের জন্য আশেপাশের এলাকায় যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাঁধার সম্মুখিন হচ্ছে এবং স্থানীয়রা হামলা করছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নুরুদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের পানি এবং খাবার বন্ধের বিষয়টি আমার জানা নেই।