জিনিয়ার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে ববিতে মানববন্ধন

  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) আইন বিভাগের শিক্ষার্থী ও ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিস্কার করার প্রতিবাদে এবং আলোকিত বাংলাদেশ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামস জেবিনের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে দুপুর সাড়ে ১২ টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন ফাতেমা-তুজ -জিনিয়াকে অন্যায়ভাবে বহিস্কার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে নগণ্য একটি পোস্টের কারণে তাকে বহিষ্কার করার মাধ্যমে বশেমুরবিপ্রবি প্রশাসন মূলত তাদের দুর্নীতি ও অনিয়মের সকল অপকর্ম ঢাকার চেষ্টা করেছেন। আমরা মনেকরি এমন সিদ্ধান্তকে প্রশাসনের একঘেয়েমি, স্বৈরতান্ত্রিকতা ব্যতীত আর কিছু নয়। তাই অনতিবিলম্বে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে এবং উপাচার্যের সকল অনিয়মের তদন্ত সাপেক্ষে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কৃর্তপক্ষকে অনুরোধ জানাচ্ছি ।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোহেল রানা বলেন, ফাতেমা-তুজ-জিনিয়ার বহিষ্কারাদেশ ও শামস্ জেবিনের উপর হামলা সাংবাদিকতা ও বাকস্বাধীনতার উপর হামলার শামিল। বশেমুরবিপ্রবি প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও শামস্ জেবিনের উপর হামলার বিচার নিশ্চিত করা হোক ।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

 


সর্বশেষ সংবাদ