বশেমুরবিপ্রবি প্রশাসনকে কঠোর হুশিয়ারি খুবি শিক্ষার্থীদের

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। একইসঙ্গে তার বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণাও দেন। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজকের কর্মসূচিতে অংশ নেয় বিভাগের শিক্ষক ও  শিক্ষার্থীরা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষক শরিফুল ইসলাম বলেন, বশেমুরবিপ্রবির শিক্ষার্থী জিনিয়াকে অন্যায়ভাবে, মুক্ত মত প্রকাশের জন্য, সাংবাদিকতা করার দায়ে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন খামখেয়ালি সিদ্ধান্ত ও অনৈতিক আচরণ কোন ভাবে মেনে নেওয়া যায় না। আমরা প্রথম থেকে এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে এসেছি। বাংলাদেশ ক্যাম্পাস জার্নালিস্টস ফেডারেশনের ৪৮ ঘন্টার আল্টিমেটামের সাথে একাত্মা প্রকাশ করছি। এই সময়ের মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহার না হলে আমারা আগামীতে কঠোর কর্মসূচীতে যাব। একইসঙ্গে বশেমুরবিপ্রবিতে ক্যাম্পাস প্রতিনিধি শামস জেবিনের উপর হামলার প্রতিবাদ জানান তিনি।

 

মানববন্ধনে ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. মতিউর রহমান বলেন, সারাদেশে সাংবাদিক সমাজ একটি দেহের মত, একটি দেহে টোকা লাগলে যেমন কেপে ওঠে অনুরূপ এক সাংবাদিকে আঘাত করা হলে অন্য সাংবাদিকরা বসে থাকবে না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলে দিতে চাই, অতীতে সাংবাদিকদের সাথে অবিচার করে কেউ টিকে থাকতে পারেনি। ন্যায়ের স্বার্থে, জিনিয়ার ভবিষৎ জীবনের স্বার্থে সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন। তা না হলে আগামীতে আরোও কঠোর আন্দোলনে যাবো।

 

 

মানববন্ধনে আরও বক্তব্য দেন সহকারী অধ্যাপক মামুন অর রশিদ, ছোটন দেবনাথ। এছাড়াও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন ৩য় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম, ২য় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব ও তাহসিন তাবাসসুম তাছিন এবং প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরান ইসলাম মামুন।

মানববন্ধন সঞ্চায়লন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ৩য় বর্ষের শিক্ষার্থী তেহসিন আশরাফ প্রত্যয়।


সর্বশেষ সংবাদ