জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে খুবিতে কাল মানববন্ধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে আগামীকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনটি মঙ্গলবার সকাল ১১টায় খুবির হাদী চত্বরে অনুষ্ঠিত হবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষক শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক দাবিতে শিক্ষক হিসেবে আমাদের সমর্থন রয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সারাদেশের সাংবাদিকতা বিভাগ, ক্যাম্পাস সাংবাদিকতার সংগঠন ও শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে উঠুক। অবিলম্বে জিনিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারেরও দাবি জানান তিনি।
প্রসঙ্গত ডেইলি সান ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বশেমুরবিপ্রবি শাখা প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে ফেসবুকে স্ট্যাটাস ও বিশ্ববিদ্যালয় পরিপন্থী সংবাদ প্রকাশের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করে। জিনিয়া উক্ত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
এই বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে সাংবাদিক মহল। এরই প্রেক্ষিতে আগামীকাল খুবিতে মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছে।