এবার জবি থেকে খালেদা জিয়ার নামফলক তুললো ছাত্রলীগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফের তুলে ফেলা হলো খালেদা জিয়ার নামফলক। সোমবার রাতে এ সংক্রান্ত একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসেছে। যা আসিফ ইকবাল নামে এক ছাত্রদল নেতা আপলোড করেছেন।
ভিডিও’র ক্যাপশনে ওই নেতা লিখেছেন, ‘জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার দেশমাতা খালেদা জিয়ার নামফলক দ্বিতীয়বারের মত আবারো রাতের আঁধারে ভেঙে ফেললো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এর আগে একবার ভেঙে ফেলছিলো ছাত্রদলের তীব্র প্রতিবাদে পুনঃস্থাপন করে, আবার আজ রাতে কিছুক্ষণ আগে ভেঙে ফেললো।’
তথ্যমতে, ২০১৭ সালের ৮ জুন রাতের আঁধারে প্রথমবারের মত খালেদা জিয়ার নাম সংবলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার নামফলক ভাংচুর ও সরিয়ে ফেলা হয়। প্রতিবাদ জানিয়ে পরদিন ৯ জুন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল এবং তা পুনঃস্থাপনের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। যা পরে প্রক্টর ড. নূর মোহাম্মদের মধ্যস্ততায় পুনঃস্থাপন করা হয়।
তথ্যমতে, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৫ সালের ২ নভেম্বর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের ঘোষণা দিয়ে ফলক উন্মোচন করেন। পরে ২০০৫ সালে ২০ অক্টোবর ওই ঘোষণার আলোকে সংসদে আইন পাশের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যায় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়।
ভিডিওটি দেখুন