০১ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৭

আওয়ামীপন্থী শিক্ষকদের দ্বন্দ্ব প্রকাশ্যে

  © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু নীল দলের একই ব্যানারে পৃথক দুটি কর্মসূচি দেয়া হয়েছে।

বঙ্গবন্ধু নীল দলের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার একটি আয়োজন ও অন্যটি বঙ্গবন্ধু নীল দলের সভাপতি সিদ্ধার্থদে সিধুর নেতৃত্বে ৪ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই ব্যানারে দুই অনুষ্ঠান সম্পর্কে সিদ্ধার্থ দে সিধু বলেন, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এর কোন অনুষ্ঠান সম্পর্কে আমার জানা নেই। সংগঠনের সভাপতি হিসেবে আমি কেবল ৪ সেপ্টেম্বর এর শোক আলোচনা সম্পর্কে অবগত আছি।

একই বিষয়ে মো. নজরুল ইসলাম বলেন, এটি ধারাবাহিক আয়োজন। সংগঠনের সকলের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার (৩আগস্ট) শোক সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু নীল দল।

সভাপতি মো. শফিকুল ইসলাম তাদের মধ্যকার দ্বন্দ্ব অস্বীকার বলেন, এই আয়োজন নিয়ে দ্বন্দ্বের কিছু নেই। যে কেউ করতে পারে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল আমিন বলেন, শিক্ষকদের দ্বন্দ্ব যে রয়েছে তা কার্যক্রম দেখেই বুঝা যাচ্ছে। আমি ৪ আগস্টের আয়োজনকেই বঙ্গবন্ধু নীল দলের আয়োজন হিসেবে জানি।