তিতুমীর কলেজে পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরু, উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
- তিতুমীর প্রতিনিধি
- প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০৭:৫৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০১৯, ০৭:৫৮ PM
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তিতে তিন মাসব্যাপী পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী, সরকারি তিতুমীর কলেজের সাবেক ছাত্র ও পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক টিপু মুনশি।
শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টায় সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে তিনি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে বড় পরিসরে রাজধানীতে সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হবে। আমি নিজেও এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করার জন্য আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হবে।
রেজিস্ট্রেশন উপ কমিটির আহবায়ক সরকারি তিতুমীর কলেজের সাবেক জিএস সৈয়দ জহুরুল আমিন কাইয়ুমের সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলাম বাসেকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, বীর প্রতীক আনোয়ার হোসেন, তিতুমীর কলেজের সাবেক ভিপি সিরাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাজী আবু জাফর সূর্য, পুনর্মিলনী উদযাপন পর্ষদের দপ্তর উপ কমিটির আহবায়ক, সদস্য সচিব কাজী সালাউদ্দিন পিটু, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেন, বর্তমান সভাপতি মো. রিপন মিয়া সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।
পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ জানান, সরাসরি ফরম ফিলাপের মাধ্যমে এবং অনলাইনের মাধ্যমে সরকারি তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থীরা পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করতে পারবেন। সরাসরি রেজিস্ট্রেশনের জন্য সরকারি তিতুমীর কলেজে বুথ থাকবে। এই রেজিস্ট্রেশনের কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
যারা অনলাইনে আবেদন করবেন তারা অনলাইনে (www.titumir.org) এই সাইটে গিয়ে ফরম নিয়ে (আহবায়ক/সদস্য সচিব, রেজিস্ট্রেশন উপ কমিটি, তিতুমীর কলেজ ৫০ বছর উৎসব উদযাপন পর্ষদ, বুলু ওশেন টাওয়ার, ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ (১০তলা) বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ) এই ঠিকানায় পাঠাতে হবে।
বিকাশ এবং ব্যাংক একাউন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিতে পারবেন। বিকাশ একাউন্ট ০১৩১৪-৬৬৫৯৬৮ এবং ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ১০৩১৫৭০০০৩৯৩১।
আর যারা সরাসরি রেজিস্ট্রেশন করবে তারা ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ১০০০ টাকা জমা দিয়ে ফরম পূরণ করতে হবে। এছাড়া যে কোন তথ্যের জন্য যোগাযোগ করবেন রেজিস্ট্রেশন সাব কমিটির আহ্বায়ক ০১৭৫৪২১৯০৩ ও যুগ্ম আহ্বায়ক ০১৭১১১০৫১৯৯।
উল্লেখ্য সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর এবং স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে তিন মাসব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।