র্যাব-পুলিশের তল্লাশিতে আতঙ্কে শিক্ষার্থীরা, নিরাপত্তার দাবি
- এ আর রাশেদ, ইবি প্রতিনিধি
- প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ০৪:৪৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০১৯, ০৪:৪৪ PM
শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শনিবার (৩১ আগস্ট) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিনশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী শেখপাড়া এলাকায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকর্মী বিপুল হোসেনের বাড়িতে তল্লাশি চালায় র্যাব। এরপর পাশাপাশি তার আত্মীয় স্বজনের বাড়িতেও তল্লাশি চালানো হয়।
প্রায় দুই ঘন্টা ধরে তল্লাশি চালালেও অপ্রিতিকর কোন কিছু পাওয়া যায়নি বরং তল্লাশির নামে তার বাড়ির আসবাবপত্র ভাংচুর ও ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় র্যাব সদস্যরা। এসময় ভুক্তভোগী বিপুল তল্লাশির কারণ জানতে চাইলে র্যাব সদস্যরা তাকে ক্রসফায়ারের হুমকি দেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।
এ ঘটনার পর থেকেই বিপুলসহ শেখপাড়া অবস্থানকারী বিভিন্ন মেসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া গত (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে হঠাৎ পুলিশী তল্লাশির নাম করে শিক্ষার্থীদের হেনস্তা করার বিষয়টি নিয়েও প্রশাসনের তীব্র সমালোচনা করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে নিজেদের নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় হলো একজন শিক্ষার্থীর দ্বিতীয় আবাসস্থল। আর নিজের আবাসস্থলে যখন একজন শিক্ষার্থীকে আতঙ্কে বসবাস করতে হয়, সেখানে আমাদের অন্য কোনো উপায় খুঁজে পাওয়া খুবই দুষ্কর।
তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি, তারা যেন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে আরো সোচ্চার হয়।
ছাত্রলীগের সাবেক উপ-পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক জোবায়ের আল মাহমুদরে সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদাক শিশির ইসলাম বাবু, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন আলো, তৌকির মাহফুজ মাসুদ, তন্ময় সাহা, ফয়সাল সিদ্দিকী আরাফাত, মিজানুর রহমান লালন প্রমুখ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সদা প্রস্তুত। আমরা আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাচ্ছি।’