২৯ আগস্ট ২০১৯, ১২:২৪
বেরোবিতে অপ্রীতিকর অবস্থায় প্রেমিক যুগল আটক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর অবস্থায় বহিরাগত প্রেমিক যুগলকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন থেকে তাদের আটক করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুহিব্বুল মুন বলেন, আটককৃতদের তাজহাট থানায় পাঠানো হয়েছে। তারা দুজনই রংপুর আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। ছেলেটি এইচএসসি পাস করেছে এবং মেয়েটি এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
তাজহাট থানার ওসি শেখ রোকোনুজ্জামান বলেন, আমরা তাদের দুজনকেই জিজ্ঞাসাবাদ করছি। আইনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর আতিউর রহমান বলেন, আমি এবিষয়ে অবগত নই।