২৮ আগস্ট ২০১৯, ২৩:৫৫

বেরোবি: শিক্ষককে প্রকাশ্যে গালি, সেমিনার সহকারী বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মচারী আন্দোলনের একটি ভিডিও আলোচনায় এসেছে। যাতে শিক্ষককে প্রকাশ্যে গালি দেওয়ায় পাশাপাশি ভিসিকে নিয়েও নানা মন্তব্য করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মচারী ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী মো: মাসুম খানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে ২৮ আগস্ট বিকেলে এ আদেশ জারি করা হয়।

কর্মচারীদের আন্দোলনে মাসুম খান বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধানকে প্রকাশ্যে গালিগালাজ ও মানহানিকর বক্তব্য প্রদান এবং অপপ্রচারকারী, অবৈধ, দুষ্কৃতিকারী, সন্ত্রাসী শিক্ষক বলাসহ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। যা সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) মোতাবেগ পরিপন্থী।

তাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন ২০০৯ এর ধারা ৪৭-এর (৬) অনুযায়ী এবং সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়।