শারীরিক শিক্ষা চর্চার সাবেক উপ-পরিচালক আফজাল আর নেই
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শারীরিক শিক্ষা চর্চা বিভাগের সাবেক উপ-পরিচালক মো. আফজালুর রহমান মারা গেছেন। আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১১ টায় খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আফজাল বেশ কিছুদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিলো প্রায় ৬৭ বছর। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে রূপসা উপজেলার নৈহাটি গ্রামে তার প্রথম জানাজা ও বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে আসর বাদ দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। পরে খুলনা স্টেডিয়ামে তৃতীয় জানাজা শেষে তাঁকে নগরীর টুটপাড়া কবরস্থানে বাদ মাগরিব দাফন করা হবে।
খুবির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান মো. আফজালুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্যা মোহাম্মদ শফিকুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়া অপর এক পৃথক বিবৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. তারিকুজ্জামান লিপন অনুরূপভাবে শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তিনি ১৯৯৫ সালের ২৯ জুন খুবির শারীরিক শিক্ষা বিভাগে ফিজিক্যাল ইনেস্ট্রাকটর পদে যোগদান করেন এবং পরবর্তীতে সহকারী পরিচালক ও উপ-পরিচালক পদে যোগদান করেন। ২০১৫ সালের ৩০ জুন অবসর গ্রহণ করেন।