২৩ আইডি কার্ডের মালিক খুঁজে পাচ্ছে না রাবি
- মেশকাত মিশু, রাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ আগস্ট ২০১৯, ০৬:৫০ PM , আপডেট: ২৫ আগস্ট ২০১৯, ০৭:০২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের হারানো ২৩টি আইডি কার্ড পড়ে আছে প্রক্টর অফিসে। বছর ধরে পড়ে থাকলেও কোনো শিক্ষার্থী এ কার্ডগুলো নিতে আসেননি বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জনান, প্রক্টর অফিসে জমা পড়া কার্ড গুলোর মধ্যে ১৪টি ডিজিটাল আইডি, বাকি ৯টি হল আইডি।
জমা পড়া কার্ডগুলো হলো- আইন বিভাগের এজাজ আল ওয়াসী- ১৪০৫৯০৫১, ইশরাত শাওয়াল- ১৫১০৬১৬১৬৩, আছিয়া খাতুন- ১৩২৪১০২৫, লোক প্রশাসন বিভাগের আবুল হাসনাত- ১৭১০৮৪৮১৩২, ভাষা বিভাগের মাহফুজা খাতুন- ১৪২০১১২৬, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাব্বির হোসাইন- ১৫১০৬৩৩২০২, রেজাউল করীম- ১৩০৮৭১৯৯, ইইই বিভাগের আব্দুল্লাহেল কাফি- ১৭১১১৭৯১১২, ব্যবসায় প্রসাসন ইনস্টিটিউট এর মেহেদী হাসান- ১৭১৩২৮৫১৩৫, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের সালমান করীম- ১৩০২২৯৫৭, আরবী বিভাগের আব্দুল কাদের- ১২১১১২৭১, পপুলেশন সায়েন্স বিভাগের সাবিনা ইয়াসমিন- ১০২১৫৫৬০।
অন্যদিকে হল আইডিগুলো হলো-
মার্কেটিং বিভাগের (১৪-১৫) সেশনের মুন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী জাফরিন আরা রিতু, (১২-১৩) সেশনের জিয়াউর রহমান হলের মমিনুল ইসলাম, চারুকলা বিভাগের (১০-১১) সেশনে রহমাতুন্নেছা হলের শিক্ষার্থী তামান্না তাসনিম, এগ্রোনমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের মুন্নুজান হলের (১৫-১৬) সেশনের শিক্ষার্থী জেবা ফারিহা।
এছাড়া ইংরেজী বিভাগের (১১-১২) সেশনের হবিবুর রহমান হলের শিক্ষার্থী এস এম আসিফুজ্জামান, চারুকলা বিভাগের (১০-১১) সেশনের শিক্ষার্থী একই হলের খালেদ হাসান, ফলিত গণিত বিভাগের (১৩-১৪) সেশনের রহমাতুন্নেছা হলের মেরিনা সুলতানা, উর্দু বিভাগের (১৩-১৪) সেশনের মুন্নুজান হলের শিক্ষার্থী মাহফুজা খাতুন। ইংরেজী বিভাগের একই সেশনের সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থী আসিফ ফয়সাল।
এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান শিক্ষার্থীদের আইডি কার্ডগুলো প্রক্টর অফিস থেকে সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছেন।