২৫ আগস্ট ২০১৯, ১৮:৩৪

পরিবহন সমস্যা নিরসনে ইবি ছাত্র মৈত্রীর স্মারকলিপি

স্মারকলিপি প্রদানকালে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

নিজস্ব পরিবহন বৃদ্ধিসহ পরিবহন খাতে বিদ্যমান সমস্যাসমূহ নিরসনের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্র মৈত্রী। রোববার (২৫ আগস্ট) এ লক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেওয়ানুল ইসলাম বরাবর ৯ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করে তারা।

দলীয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা বিদ্যমান রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তা নিরসনের দাবিতে রোববার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে পরিবহন প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতাকর্মীরা।

এসময় ছাত্র মৈত্রী ইবি শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক শামিমুল ইসলাম সুমন, প্রচার সম্পাদক মোরশেদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম পাটোওয়ারীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্র মৈত্রীর তাদের দাবিগুলো হলো- কুষ্টিয়ার কাস্টম মোড়ে ক্যাম্পসের বাস টার্মিনালে ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা টয়লেট নির্মাণ, ক্যাম্পাসের বাস টার্মিনালে যাত্রী ছাউনি নির্মান, প্রত্যেক গাড়িতে রুটপ্ল্যান উল্লেখ থাকা, ইতোপূর্বে শিক্ষার্থী বা শ্রমিক লাঞ্চিতের ঘটনায় তদন্তপূর্বক শাস্তির ব্যবস্থা নেওয়া, ক্যাম্পাসের অভ্যন্তরে যানবাহনের গতিসীমা ১৫ কিলোমিটার নির্ধারণ করা।

এ বিষয়ে ইবি শাখা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, ‘আমাদের দাবিগুলো সবই শিক্ষার্থীবান্ধব ও যৌক্তিক। আমরা শিক্ষার্থীদের ভোগাস্তির কথা বিবেচনা করেই এ স্মারকলিপি দিয়েছি। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবেন।’