০৭ আগস্ট ২০১৯, ১৬:৫৭

বন্যার্তদের মাঝে তারুণ্যের ত্রাণ সামগ্রী বিতরণ

  © টিডিসি ফটো

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়ায় এসব অঞ্চলের হাজার হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। তাই বন্যায় ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।

এ উপলক্ষে বুধবার (৭ জুলাই) কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তÍ ২২৮টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে তারা। এসময় প্রতি পরিবারকে চার কেজি চাল, দেড় কেজি ডাল, দেড় কেজি আলু, দেড় কেজি লবণসহ খাবার স্যালাইন ও গ্যাসলাইট প্রদান করে তারা।

তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দিনের নেতৃত্ব ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি ওয়াহেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, রক্তদান কর্মসূচী বিষয়ক সম্পাদক সাকির হোসেনসহ অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে তারুণ্যের সভাপতি শেখ রাইয়ান উদ্দিন বলেন, ‘একজনের দুঃখ কষ্টে অন্যজনের বিচলিত হয়ে উঠা মানব চরিত্রের উৎকৃষ্ট বৈশিষ্ট্য। তাই অন্যান্য বারের মত এবারও আমরা বানভাসি মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

ত্রাণ বিতরণ

উল্লেখ্য, ‘আবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ স্লোগানকে সামনে রেখে তারুণ্য ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে তাদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে চলেছে। তাদের কার্যক্রমসমূহের মধ্যে- স্বেচ্ছায় রক্তদান, লিডারশীপ ট্রেনিং, অসহায় শিক্ষার্থীদের সহায়তা ও শীতার্থদের মাঝে বস্ত্র বিতরণ উল্লেখযোগ্য।