কাল থেকে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে কুবি
পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মোট ১৪ দিনের ছুটি শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) থেকে। ছুটি শেষে আগামী ২০ আগস্ট খুলবে বিশ্ববিদ্যালয়টি। তবে প্রশাসনিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ আগস্ট থেকে।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সুত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-আযহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ৬ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ১৬ আগস্ট থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হবে। আর একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী ২০ আগস্ট থেকে।
এদিকে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে হল প্রশাসন। হলগুলো আগামী ১৭ আগস্ট খোলা হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন জানান, ‘মঙ্গলবার থেকে হল বন্ধ থাকবে। আগামী ১৭ আগস্ট যথারীতি হলগুলো খোলা থাকবে।’