বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধিতে গাছ লাগাল নবযাত্রা
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ১০:১১ PM , আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ১০:১১ PM
নোয়াখালী সদর উপজেলার উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবযাত্রা কর্তৃক বিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে এবং প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার (৪ আগস্ট) সকাল ১১টায় উত্তর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ফুল ও ফলজ বৃক্ষ রোপন করে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন নবযাত্রার প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সভাপতি সুমন চন্দ্র ভৌমিক।
তিনি বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোন বিকল্প নাই। তাই প্রত্যেক কে নিজ নিজ অবস্থান থেকে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপন করা উচিৎ।
এই সময় আরও শাহরিয়ার রাসেল, মো. সাইফুল ইসলাম (ফাহিম), শিহাব উদ্দিন রিফাত, সালমা আক্তার কথা, মো. আবদুর রহমান শাওন, সাব্বির আহম্মেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।