লাশের সারিতে এবার ইডেন ছাত্রী শান্তা
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার লাশের মিছিলে যোগ দিলেন রাজধানীর ইডেন কলেজের ছাত্রী ফাতেমো আক্তার শান্তা (২০)। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে রবিবার বিকালে ডেঙ্গুর ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ম্যানেজার শহিদুল আলম।
ইডেন কলেজের একাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন শান্তা। বাবা শামসুদ্দিন মিয়া পরিবারকে নিয়ে থাকতেন ঢাকার হাজারীবাগে। বাবা-মায়ের সঙ্গেই থাকতেন শান্তা। তাদের গ্রামের বাড়ি গাজীপুরে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, জুলাইয়ের শুরু থেকে ঢাকা শহরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর পরিবারের সবাই আতঙ্কের মধ্যে ছিল। চারপাশে মৃত্যুর খবরে পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় জোরও দেয়া হয়েছিল। এদিকে গত মঙ্গলবারে শান্তার হালকা জ্বর হয়। কিন্তু তেমন বেশি হয়নি। সুস্থও মনে হচ্ছিল তাকে। স্থানীয় ডাক্তারও দেখা হয়েছিল।কিন্তু জ্বর আর থামেনি। এবার বাবা-মায়ের চিন্তা বেড়ে গেল। আর দেরি না করে মেয়েকে নিয়ে আসা হলো জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে। শনিবার হাসপাতালে ভর্তির পরেই তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। তখন তার শরীরের অবস্থা আর উন্নতি হচ্ছিল না। হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রোববার বিকালে শান্তা ডেঙ্গু শক সিন্ড্রোমে মৃত্যু বরণ করেন।
হাসপাতালের ম্যানেজার শহিদুল আলম রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, পাঁচদিন ধরে ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত ছিল শান্তা। গতকাল শনিবার তাকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বিকালে ডেঙ্গু শক সিন্ড্রোমে হাসপাতালেই মৃত্যু বরণ করে।
আরও পড়ুন: ডেঙ্গু: রাজধানীতে একদিনে দুই ছাত্রীর মৃত্যু
নিহত শান্তার সহপাঠি এবং ইডেন কলেজের শিক্ষার্থী তাকি আক্তার দিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কলেজের একাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতেন। ক্যাম্পাসে আড্ডায় মেতে থাকতেন বান্ধবীদের সঙ্গে। হঠাৎ তার এমন মৃত্যু আমাদের বেশ কষ্ট দিয়েছে।
পড়ুন: ডেঙ্গু: মেয়ের নিথর দেহ দেখে বাবা হাসপাতালে
এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে ডেঙ্গু রোগে মারা যান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শাহাব উদ্দীন কোরেশীর স্ত্রী সৈয়দা আক্তার (৫৪)। রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন তিনি।
এছাড়া খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া যায়। রবিবার সকাল স্কুল শিক্ষার্থী মো. মঞ্জুর শেখ (১৫) খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক হাজার ৮৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৫০, ক্লিনিকে ৪০৩ এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৮১৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।