০৪ আগস্ট ২০১৯, ১৭:০৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিকেল চারটায় বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদ’ এর ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিভাগের সভাপতি শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। এছাড়া প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা। এ সময় কলা ও মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মনিরুজ্জামান, অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর ড. আহমেদ মাওলা এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জীবনকে সুন্দর করতে সাহিত্যের কোন বিকল্প নেই। সাহিত্য সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য দৃশ্যমান করে। পৃথিবীর সকল সমস্যার উত্তরণ হয় বিশ্বাসের মাধ্যমে। সাহিত্য মানুষের মনে সে বিশ্বাস তৈরী করে। তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল দুই দ্রæবতারা। তাঁদের রচিত সাহিত্যের সে চিন্তার প্রতিফলন আমাদের ঋদ্ধ করে।’

আলোচনা পর্ব শেষে বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতি পর্ব অনুষ্ঠিত হয়। এতে আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও নাটিকা প্রদর্শন করা হয়।