০৪ আগস্ট ২০১৯, ১৭:০৪

সাংবাদিকায় পেশাগত সুরক্ষা ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনার

  © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ উপলক্ষে ‘সাংবাদিকতায় পেশাগত সুরক্ষা: বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ৫০১ নং রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি মো. বেলাল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। সেমিনারে প্রধান আলোচক ছিলেন দৈনিক আমাদের অর্থনীতির প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুদা কামাল, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান আলোচক নাঈমুল ইসলাম খান বলেন, ‘সুকৌশলে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় পেশাগত কোন সুরক্ষা নাও থাকতে পারে। এখানে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। নিরাপত্তার কথা চিন্তা করে ঘরে বসে সাংবাদিকতা করার নাম সাংবাদিকতা নয়।’ বর্তমানে সাংবাদিকতায় বহুমুখী প্রতিভাবান সাংবাদিকরাই সফল হতে পারবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এমরান কবির চৌধুরী বলেন,‘শিক্ষকতা একটি পেশা কিন্তু শিক্ষক হওয়া অন্য কথা। যিনি মানুষকে শুনাতে বাধ্য করেন, সমাজকে শুনাতে বাধ্য করেন, দেশকে শুনাতে বাধ্য করেন, তিনিই শিক্ষক।’ তিনি আরও বলেন, ‘তোমরা যারা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তোমাদের সাহস থাকতে হবে, সত্য কথা বলতে হবে এবং চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।’