০৩ আগস্ট ২০১৯, ১৮:৩৫

ইবিতে ঈদুল আযহার ছুটি ঘোষণা

  © ফাইল ছবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ১২ দিনের ছুটি শুরু হচ্ছে আগামী ৭ আগস্ট (বুধবার) থেকে। ওইদিন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহও বন্ধ হবে। ছুটি শেষে ক্যাম্পাস খুলবে আগামী ১৯ আগস্ট। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি জানান, পবিত্র ঈদুল আযহার ছুটি উপলক্ষে আগামী মঙ্গলবার (৬ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং তার পরদিন থেকে প্রশসানিক কার্যক্রম বন্ধ হবে। তবে ৬ আগস্ট (মঙ্গলবার) কোন বিভাগ চাইলে ক্লাস-পরীক্ষা নিতে পারবে। ছুটি শেষে ১৯ আগস্ট থেকে ক্যাম্পাস যথারীতিতে চলবে।

এ দিকে এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার জানান, প্রভোস্ট কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার (৭ আগস্ট) সকাল ১১টায় আবাসিক হলসমূহ বন্ধ হবে। ছুটি শেষে আগামী ১৮ আগস্ট সকাল ৯টায় হলসমূহ খুলে দেওয়া হবে।