০৩ আগস্ট ২০১৯, ১৬:৫৪
ডেঙ্গু থেকে বাঁচতে কুবি ছাত্রলীগের মশা নিধন অভিযান
সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুর মহামারী থেকে বাঁচতে কুমিলা বিশ্ববিদ্যালয়ে(কুবি) মশক নিধন অভিযান চালিয়েছে শাখা ছাত্রলীগ। শনিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল, উপাচার্যের বাসভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে কুমিল্লা সিটি কর্পোরেশনের সহায়তায় ফগার মেশিন দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে এসময় সহ-সভাপতি সুদীপ্ত নাথ, দ্বীন ইসলাম লিখন ও শাহ আলম, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সভাপতি শাহাদাত সৌরভ ও সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, কাজী নজরুল ইসলাম হলের সাধারণ সম্পাদক আশিক আব্দুল্লাহসহ বিশ্ববিদ্যালয় শাখা ও হল শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।