০২ আগস্ট ২০১৯, ২০:৪৬

খুলনার পর বরিশালে বশেমুরবিপ্রবির রূপালী বাস

  © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বরিশাল বিভাগের শিক্ষার্থীদের স্বপ্ন এবার বাড়ি ফিরেছে বিশ্ববিদ্যালয়ের রূপালী বাসে। এর আগে গোপালগঞ্জের বাইরে শুধুমাত্র খুলনায় বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালু ছিল।

বরিশাল বিভাগীয় শিক্ষার্থী সংগঠনের অনুরোধে সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এই বাস সার্ভিস চালু করেন। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫.২০ এ সংগঠনটির উপদেষ্টা আবু সালেহ আহমেদ সহ বরিশাল বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে তিনি এই বাস সার্ভিসটি উদ্বোধন করেন।

এখন থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল ৫ টায় ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর থেকে বাসটি বরিশালের নথুলাবাদ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রবিবার সকালে একই স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ফিরে আসবে। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৬০ টাকা যা সাধারণ ভাড়ার তুলনায় অর্ধেকেরো কম। ফলে একদিকে যেমন শিক্ষার্থীদের অর্থ সাশ্রয় হবে অপরদিকে নিজস্ব বাস হওয়ায় সময়ও সাশ্রয় হবে এবং নিশ্চিত হবে নিরাপত্তাও।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের বাসে বাড়ি ফেরার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত বরিশালের শিক্ষার্থীরা। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষাথী জহিরুল ইসলাম সৈকত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল বাস কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনকে ঘিরে যেমন হাজারো আবেগী গল্প রয়েছে তেমনি আমাদের বিশ্ববিদ্যালয়ের রূপালী বাসকে ফিরেও রয়েছে আমাদের অনেক আবেগের গল্প। হাজারো আবেগে ঘেরা নিজেদের প্রিয় এই বাসে বাড়ি ফেরার অনূভূতি সত্যিই অত্যন্ত আনন্দের। মাননীয় ভিসি স্যারের নিকট আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের এ সুযোগ প্রদান করায়।

উল্লেখ্য, বরিশাল এবং খুলনা ব্যাতিত গোপালগঞ্জের প্রতিটি উপজেলায়ও রয়েছে বশেমুরবিপ্রবির নিয়মিত বাস সার্ভিস।