ইবিতে এমফিল ও পিএইচডি’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সর্বোচ্চ ডিগ্রী ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) এবং মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ আগষ্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে পৃথক ক্যাটাগরিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে দুপুরে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করেন ভর্তি পরীক্ষা কমিটি।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. এয়াকুব আলী, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মেহের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘এমফিল’র ভর্তি পরীক্ষায় মোট ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এদের মধ্যে কৃতকার্য হয়েছেন ১০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৫ জন শিক্ষার্থী।’

‘এছাড়া পিএইচডি’র ভর্তি পরীক্ষায় মোট ১৩ জন অংশগ্রহনকারী শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৭ জন এবং অকৃতকার্য হয়েছেন ৬ জন। কৃতকার্যরা পরবর্তীতে নীতিমালা অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’


সর্বশেষ সংবাদ