০১ আগস্ট ২০১৯, ২১:১২

ববিতে নরসিংদী জেলা অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ

  © টিডিসি ফটো

‘ববির বায়ু, ববির মাটি গাছ, লাগিয়ে করব খাঁটি’ এই স্লোগান সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নরসিংদী স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশন বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে। দিনব্যাপি এ কর্মসূচিতে তাঁরা ক্যাম্পাসের সামনে ঝাউ গাছ ও নারিকেল গাছ রোপন করেছে।

বিশ্ববিদ্যালয়ে বালু মাটিতে বায়ু দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। ছাত্র -ছাত্রী দিন দিন বাড়ছে, মানুষ বাড়ছে,বাড়ছে কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ। এমনই এক পরিস্থিতিতে বাড়িয়ে তুলছে বিবেকবানদের বিবেক। বিশ্ববিদ্যালয়ে নির্মল পরিবেশ ও সবুজায়ন করতে নরসিংদী জেলা থেকে আগত ববির শিক্ষকদের পরামর্শ ক্রমে শিক্ষার্থীদের এ কর্মসূচী।

বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করে ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে নরসিংদী জেলার শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা দিন দিন বাড়ছে। জেলার শিক্ষক-শিক্ষার্থীদের এ বৃক্ষরোপণ কর্মসূচি নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে এবং অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মনিরা বেগম বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সবুজায়নে বৃক্ষরোপণ ছাড়া কোন উপায়ন্তর নেই। আজকের এই কর্মসূচি ববিয়ানদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এর প্রভাষক পিয়াস আহমেদ বলেন, আজকের এই বৃক্ষগুলো একদিন নরসিংদীর কথা বলবে,তোমাদের কথা বলবে। এসময় তিনি বৃক্ষরোপণ পদ্ধতি পরামর্শ দেন।

নরসিংদী স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি নবীর হোসেন জয় বলেন আমরা থাকব না, কিন্তু গাছ থাকবে, গাছই আমাদের চিনিয়ে দেবে আমাদেরকে। প্রতিটি গাছ হবে একেকটি ইতিহাস। এছাড়াও বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড.মুহসিন উদ্দীন, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, রসায়ন বিভাগের প্রভাষক ফারজানা আক্তার. অর্থনীতি বিভাগের প্রভাষক মামুন আহমেদ, একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের প্রভাষক সাহাদত হোসেন,উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক তানিয়া আক্তারসহ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নরসিংদী স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সদস্যগণ।