৩১ জুলাই ২০১৯, ১৭:২০

শিক্ষার্থীরা অভিযোগ করলেই ব্যবস্থা নিবে ছাত্রলীগ

ইবি ছাত্রলীগের অভিযোগ বক্স উদ্বোধন  © টিডিসি ফটো

সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে অভিযোগ থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। এ উপলক্ষে বুধবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য অভিযোগ বক্স স্থাপন করেছে তারা।

সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবন, চিকিৎসা কেন্দ্র ও প্রশাসন ভবনে এই বক্স স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিছুর রহমান, ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম পলাশ প্রমুখ।

দলীয় সূত্রে জানা যায়, এই অভিযোগ বক্সে শিক্ষার্থীরা শিক্ষা বিষয়ক, প্রশাসনিক কার্যক্রম, ছাত্র সংগঠনসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এই অভিযোগের ভিত্তিতে ছাত্রলীগ ব্যবস্থা নিবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয় নিয়েও শিক্ষার্থীরা পরামর্শ দিতে পারবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘যে কেউ নাম প্রকাশ করে বা গোপন রেখে অভিযোগ বক্সে অভিযোগ করতে পারবেন। এর সবগুলো অভিযোগই আমলে নেওয়া হবে। যে অভিযোগগুলো আমরা সমাধান করতে পারব, সেগুলো আমরা সমাধান করর। বাকিগুলো প্রশাসনের কাছে প্রেরণ করা হবে।’