ডেঙ্গু সচেতনতায় ইবিতে ছাত্রলীগের ক্লাস ক্যাম্পেইন
- এ আর রাশেদ, ইবি প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জুলাই ২০১৯, ০৯:০১ PM , আপডেট: ৩০ জুলাই ২০১৯, ০৯:০১ PM
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও এর থেকে বেঁচে থাকার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্লাস ক্যাম্পেইন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ কার্মসূচী শুরু করে তারা।
দলীয় সূত্রে জানা যায়, ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতেই তারা এই লিফলেট বিতরণ ও ক্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়।
এরপর অনুষদের বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষার্থীদের সামনে ডেঙ্গু প্রতিরোধের করণীয় বিষয়সমূহ তুলে ধরেন তারা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিকের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সারাদেশ ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয়েছে, তা থেকে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে আমরা এ কর্মসূচী হাতে নিয়েছি। বিভিন্ন বিভাগে আমাদের এই সচেতনমূলক ক্লাস ক্যাম্পেইন অব্যহত থাকবে।’