স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের দশক পূর্তি উদযাপন
নানা আয়োজনের মধ্যদিয়ে ইসলমী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ প্রতিষ্ঠার এক দশক পূর্তি উদযাপন করেছে। সোমবার ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র্যালি, কেক কাটাসহ নানা কর্মসূচী পালন করে তারা।
জানা যায়, বেলা ১২টার দিকে তারুণ্যের উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুবর রহমান ও অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের নেতৃত্বে টিএসসিসি থেকে এক আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় তারুণ্য’র সভাপতি শেখ রাইয়ান উদ্দিন, সহ-সভাপতি ওয়াহেদ আলী, সাধারণ স¤পাদক সাদিয়া আফরিন খান, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে দুপুরে বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সংস্কৃতি কেন্দ্রে (টিএসসিসি) আড়ম্বর পরিবেশে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় তারুণ্যের উপদেষ্টাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘তারুণ্য’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উদ্যমী শিক্ষার্থীদের হাত ধরে ২০০৯ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠা পায় সংগঠনটি। ‘অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য’ শ্লোগানে তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে যুব সমাজকে স্বেচ্ছাসেবী মনোভাব সম্পন্ন করে তোলার লক্ষ্য নিয়ে অদ্যাবধি কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।