পদ্মা সেতু নির্মাণে পরাজিত শক্তিই গুজব ছড়াচ্ছে: ইবি উপাচার্য
ইসলামি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘বাঙালির আত্মনির্ভর হওয়া ও সমৃদ্ধির মুর্তমান প্রতীক হচ্ছে পদ্মা সেতু। সেই পদ্মা সেতুর নির্মাণ কাজ যখন ৮১% শেষ হয়েছে এবং উদ্বোধনের দিন সমাগত। ঠিক তখনি এই পদ্মা সেতু নির্মাণে পরাজিত শক্তিই গুজব ছড়িয়ে সেতুর কাজ বিলম্বিত করার পাঁয়তারায় লিপ্ত। তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে। যাতে কেউ গুজব ছড়িয়ে সুযোগ নিতে না পারে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুজব বিরোধী র্যালি ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুজব বিরোধী র্যালি ও সমাবেশটি ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের (এলএভিডিসি) আয়োজনে অনুষ্ঠিত হয়।
জানা যায়, সকাল সাড়ে ১১টায় ‘এসো আইন মেনে চলি, মানবতার ঐশ্বর্যে জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিতে নেতৃত্ব দেন আইন অনুষদের ডিন ও ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক ড. রেবা মন্ডল।
এসময় র্যালিতে আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ল’ অ্যাওয়ারনেস অ্যান্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টারের সভাপতি মহিনুর রহমান, সাধারণ সম্পাদক আল-আমিন মিলনসহ আইন অনুষদভূক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১১টার দিকে প্রশাসন ভবনের সামনে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা প্রমুখ উপস্থিত ছিলেন।