অল্প বৃষ্টিতেই ববিতে জলাবদ্ধতা, বাড়ছে মশার প্রকোপ
গ্রীষ্মকালে চারিদিকে ধূ-ধূ বালুকণার মরুভূমি আর বর্ষাকালে থৈ-থৈ পানির দেখা মেলে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে। অল্প বৃষ্টিতেই যত্রতত্র সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে ক্যাম্পাসে মশার প্রকোপ যেমন বাড়ছে, তেমনি ভোগান্তির স্বীকার হতে হচ্ছে শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ে পয়নিষ্কাশনের বা ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণেই এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ৬ দফা সম্বলিত স্মৃতিস্তম্ভের পিছনের অংশ, পুরাতন মসজিদ ও অস্থায়ী মসজিদের সামনে প্রায় একমাস যাবত জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে আছে। এছাড়াও একটু বৃষ্টিতেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সংলগ্ন রাস্তায়, বঙ্গবন্ধু হল ও শের-ই বাংলা হলের রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যায়।
পানিতে ময়লা-আবর্জনা ভেসে বেড়ায়। এর ফলে সৃষ্টি হয় দুর্গন্ধ। স্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টির ফলে মশার প্রকোপও বাড়ছে। মশার অতিষ্ঠে কোথায় দাঁড়ানোও যায় না। ফলে সাম্প্রতিক সময়ে ক্যাম্পাস জুড়ে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী আনামুল বলেন, ‘সারা দেশেই এখন ডেঙ্গু জ্বরের মহামারী চলছে। আমাদের ক্যাম্পাসে যেভাবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তাতে মনে হচ্ছে এটা মশা তৈরির একটা কারখানা হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অচিরেই এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ আনতে হবে। অন্যথায় আমাদের ক্যাম্পাসেও ডেঙ্গুর মহামারী ছড়িয়ে পড়বে।
এ সমস্যা ও সমাধান বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুরশীদ আবেদীন বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থার জন্য কোনো প্রজেক্ট না হওয়ায় পর্যন্ত বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। যার কারণে বর্তমানে জলাবদ্ধতা তৈরী হচ্ছে। এ বছরের মধ্যে মাস্টার প্লান করে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে। এছাড়া সাময়িকভাবে জলাবদ্ধতা নিরসনে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করার কথাও জানিয়েছেন তিনি।