২৮ জুলাই ২০১৯, ১৬:৫৫

তিতুমীর কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  © টিডিসি ফটো

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির পাশাপাশি বেড়েছে আতঙ্কও। চলমান পরিস্থিতিতে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে ‘ডেঙ্গু রোগে আতঙ্ক নয়, প্রতিরোধে চাই সচেতনতা’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতার এ অভিযান শুরু হয়। সমগ্র ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার, লিফলেট বিতরণসহ সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বিভিন্ন বক্তব্য উপস্থাপন করা হয়েছে। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোসা. আবেদা সুলতানা, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন।

এ সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন কলেজের শিক্ষকমন্ডলী, ছাত্রলীগ, রোভার স্কাউট এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ। কর্মসূচির লক্ষণীয় বিষয়সমূহ হলো.

* বাড়ির আশেপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
* ভাঙ্গা প্লাস্টিক, ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদিতে যেনো পানি না জমিয়ে রাখা হয়।
* মশারি টানিয়ে ঘুমাতে যাওয়া।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রায় ৭০০ রোগী ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এখন শুধু ঢাকা শহর নয়, ঢাকার বাহিরে বিভিন্ন জেলা থেকেও ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে।